ডোনার এবং লেন্ডার: ইউজার ম্যানুয়েল/ ব্যবহারবিধি নির্দেশিকা

আপনার ডোনার/লেন্ডার অ্যাকাউন্ট খুঁজে বের করার পদ্ধতি

সার্চ বক্সে নিচের যেকোনো একটি তথ্য লিখুন:

ক)· আপনার মোবাইল নম্বর বা শেষ ৪/৫ টা ডিজিট (যারা মোবাইল নম্বর দেন-নি তারা এ ভাবে পাবেন না)

খ)· আপনার নামের অংশবিশেষ বা পুরো নাম

গ)· আপনার ডোনার/লেন্ডার আইডি

ঘ)· অতপরঃ ডান পাশের সাইনটিতে ক্লিক করলে সাথে সাথেই স্ক্রিনে আপনার লেজার একাউন্ট দেখতে পাবেন।


ডিস্ট্রিবিউশন টেবিল:
আপনার প্রদত্ত অর্থ কোন কোন ব্রাঞ্চে বণ্টন হয়েছে তা এই টেবিলে স্পষ্টভাবে দেখতে পাবেন।

প্রতিটি ব্রাঞ্চের নামের বাম পাশে থাকা "Details" বাটনে ক্লিক করলে, আপনি সরাসরি সেই ব্রাঞ্চের পেইজে চলে যাবেন।

ব্রাঞ্চ পেইজের একেবারে নিচে "Sponsor" ফোল্ডার পাবেন। এখানে ক্লিক করলে স্পন্সরদের তালিকায় আপনার নাম এবং সংশ্লিষ্ট ব্রাঞ্চে আপনার দানের পরিমান দেখতে পারবেন।

🔹 Donor (ডোনার)

 

ডোনার হচ্ছেন তারা যারা মসজিদ ডট লাইফকে একবারে দান করে দেন। এই দান ওয়াকফ হিসেবে গণ্য করা যেতে পারে এবং ফেরতযোগ্য নয়।

ডোনারদের থেকে প্রাপ্ত অর্থের ১০০% সরাসরি ব্রাঞ্চ তথা মসজিদগুলোর মধ্যে বিতরণ করা হয় কর্জে হাসানা (সুদমুক্ত ঋণ) প্রদানের উদ্দেশ্যে।

প্রাপ্ত ডোনেশানের একটি পয়সাও কোনো প্রশাসনিক খাতে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না—কেবল কর্জে হাসানার জন্যই ব্যয় হয়।

 

🔹 Lender (লেন্ডার)

লেন্ডার হচ্ছেন তারা যারা মসজিদ ডট লাইফকে ধার প্রদান করেন।

এই অর্থ ১০০% ফেরতযোগ্য।

সাধারণত কোরবানির গরু ঋণ প্রকল্পে লেন্ডারদের আহ্বান করা হয়।

প্রক্রিয়াটি হলো:

1. কোরবানির ঈদের পর প্রান্তিক দরিদ্র পরিবারগুলোকে গরু ঋণ দেওয়া হয়।

2. পরবর্তী ঈদে গরু বিক্রির পর মূল টাকা লেন্ডারকে ফেরত দেওয়া হয়।

3. গরু বিক্রি থেকে প্রাপ্ত লাভ সম্পূর্ণরূপে ঋণগ্রহীতা পরিবারই ভোগ করে।




FOLLOW

     

 


© 2025 - The Information Technology (Chandrika) Limited

Designed & Developed by Chandrika
Visitor : 482604